৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স + মডেল টেস্ট - ২০২২ || 10 Minutes School Course




Click Here to buy: https://10ms.io/xruz9q


 ১।📣ঘনিয়ে আসছে বার্ষিক পরীক্ষার সময়, সেই সাথে নিয়ে আসছে লম্বা বিরতির পর বার্ষিক পরীক্ষা নিয়ে পরীক্ষাভীতি! এই সকল দুশ্চিন্তা, ভীতি দূর করে বার্ষিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করার জন্য এখনই ভর্তি হয়ে যাও ‘বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স + মডেল টেস্ট ২০২২’-এ।


২।👩‍🏫লাইভ এবং কমেন্ট সেকশনে একই সাথে দুজন শিক্ষকের উপস্থিতিতে দূর হবে সকল কনফিউশন।


📑রিভিশনের জন্য থাকছে সবগুলো চ্যাপ্টারের লেকচার শিট।


🙋‍♂️এছাড়া সপ্তাহে একদিন প্রশ্নোত্তর ক্লাস হবে, যেখানে তোমরা সরাসরি শিক্ষকদের সাথে কথা বলে নিজেদের সমস্যা কাটিয়ে উঠতে পারবে৷


💥এছাড়া হোমওয়ার্ক এক্সাম, বিশেষ গাইডলাইন সেশন, এবং কোর্স শেষে স্পেশাল মডেল টেস্ট তো থাকছেই! আর এই সবকিছুই পেয়ে যাচ্ছো 'বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স + মডেল টেস্ট ২০২২’-এ।


৩।🎖পরীক্ষাভীতি কে সাহসে রুপান্তরিত করে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে আসার প্রথম ধাপ নিয়ে নাও এখনই এবং ভর্তি হয়ে যাও ‘বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স + মডেল টেস্ট ২০২২’-এ।


৪।প্রিয় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষা নিয়ে খুব চিন্তিত, তাই-না? আবার নতুন করে পড়বো নাকি নিজের প্রস্তুতি একটু যাচাই করবো- এই দ্বিধা তো আছেই!

✨প্রস্তুতি একেবারেই শুরুর দিকের হোক, কিংবা শেষ মুহূর্তের, আগামী ২ মাসে তোমাকে বার্ষিক পরীক্ষার জন্যে পুরোপুরি প্রস্তুত করে তুলতে আমরা নিয়ে এসেছি ‘বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স ও মডেল টেস্ট ২০২২’। দেরি না করে ভর্তি হয়ে যাও এখনই!💯💯


৫।ভেবেছো বার্ষিক পরীক্ষার আগে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাইয়া এবং আপুদের লাইভ ক্লাস, ক্লাস চলাকালীন সময়ে কমেন্ট সেকশনে আরেকজন শিক্ষকের সার্বক্ষণিক উপস্থিতি, এবং ফলাফল উন্নত করতে বিশেষ গাইডলাইন সেশন, আবার চ্যাপ্টার শেষে পরদিনই হোমওয়ার্ক এক্সাম এবং কোর্স শেষে স্পেশাল মডেল টেস্ট পেলে কেমন হতো?🏆🏆

এই অভিনব সুযোগ আর সেই সাথে লেকচার শিট, প্রশ্নোত্তর ক্লাস, এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্পেশাল ক্লাস- এই সবকিছু নিয়ে টেন মিনিট স্কুল নিয়ে এলো ‘বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স + মডেল টেস্ট ২০২২’।🥇💯


৬।⏰আর অল্পকিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা। অভিভাবক হিসেবে আপনিও নিশ্চয়ই আপনার পরিবারের পরীক্ষার্থীকে নিয়ে ভীষণ চিন্তিত। আপনার এই চিন্তার কথা মাথায় রেখে 10 Minute School নিয়ে এসেছে ‘বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্স + মডেল টেস্ট ২০২২’।

📖লাইভ ক্লাস, লেকচার শিট, হোমওয়ার্ক এক্সাম, প্রশ্নোত্তোর ক্লাস, এবং কোর্স শেষে বিশেষ মডেল টেস্ট এর মতো অভিনব কিছু প্ল্যান নিয়ে সাজানো হয়েছে এই কোর্সটি।

🥇বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নেওয়া লাইভ ক্লাস এবং ক্লাস চলাকালীন সময়ে কমেন্ট সেকশনে আরেকজন শিক্ষকের সার্বক্ষণিক উপস্থিত থেকে সকল প্রশ্নের উত্তর করার মাধ্যমে মাত্র দুই মাসে শেষ হবে বার্ষিক পরীক্ষার সিলেবাস।

🌟এছাড়া পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য থাকছে স্পেশাল ক্লাস আর অভিভাবক হিসেবে আপনার থাকছে এসএমএস-এর মাধ্যমে প্রস্তুতির অগ্রগতি দেখার সুযোগ!

💥💥স্পেশাল গাইডলাইন সেশনের মাধ্যমে পরীক্ষাভীতি কাটিয়ে আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে আজই ভর্তি করিয়ে নিন 'বার্ষিক পরীক্ষা প্রস্তুতি  কোর্স ও মডেল টেস্ট ২০২২' -এ!


৭।প্রিয় ৬ষ্ঠ - ৯ম শ্রেণির শিক্ষার্থীরা,

বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে?🧐

এখনো কিন্তু হাতে আছে বেশ কিছুটা সময়। প্রস্তুতি যে পর্যায়েই হোক না কেন, এই সময়কে কাজে লাগিয়ে তোমরা এখনো নিয়ে নিতে পারো বার্ষিক পরীক্ষার সেরা প্রস্তুতি।

কিভাবে, ভাবছো? 🤔টেন মিনিট স্কুল তোমাদের কথা মাথায় রেখেই নিয়ে এসেছে ‘বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স + মডেল টেস্ট ২০২২’। ভর্তি হয়ে যাও জলদি জলদি!!✨✨


৮।💡প্রতিটি ক্লাসে হোমওয়ার্ক এক্সামসহ শেষ  হবে একটি করে চ্যাপ্টার!  এভাবে মাত্র ২ মাসে তোমাকে বার্ষিক পরীক্ষার জন্যে পুরোপুরি প্রস্তুত করে তুলতে আমরা নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স ও মডেল টেস্ট ২০২২।

📚📚দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভাইয়া-আপুদের ক্লাসের পাশাপাশি গাইডলাইন সেশনও পাচ্ছো এই কোর্সে! লাইভ ক্লাসেই কমেন্টে সব প্রশ্নের উত্তরসহ সমাধান, লেকচার শিটসহ  প্রশ্নোত্তর ক্লাসও থাকবে।

📑কোর্স শেষে চুড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে থাকবে মডেল টেস্ট!



HashTags:

#10ms #neverstoplearning #instagram #follow #education #learn #10minuteschool #educationfirst #educationispower #learning #onlineschool #students #knowledgeiseverything #onlineschooling #nevergiveuponyourself #bangladesh #educationiskey #school #neverstoplearningforyou #dhaka #aymansadiq #dhakagram #sadiq #campaign #photooftheday #video #selfie #live #ayman #workplace


Post a Comment

Previous Post Next Post